মঙ্গলবার, ২১ জুন, ২০১১

সাশ্রয়



আর কত লাশ পড়বে?

­"আর কোন দিন ভোটকেন্দ্রে যাব না। আর ভোট দেব না। আর কিছু চাই না। ভোট আসবি আর ৭১’র এর মত পরিস্থিতি হবি তা আর চাইনা। রাত বিরাতে ছাওয়াল মাইয়ে নিয়ে পাট ক্ষেতে, ধান ক্ষেতে, বাগানে রাত পালাতি হবে..." কথাগুলো নড়াইলের কালিয়ার বাঐসোনা ইউনিয়নের সুখদেব নামে এক ভোটারের।

নির্বাচনী সহিংসতা নিয়ে দৈনিক কালের কন্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। শুধু এ ঘটনা নয় সারাদেশে লাখ লাখ মানুষ মনে হয় ওই ভোটারের মতই ভাবছেন। কারণ চেয়ারম্যান-মেম্বার হয়ে গদিতে বসার জন্য লাশ ফেলতে দ্বিধাবোধ করছেন না কেউই। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্যের যে আন্ধাজ মেলে তাতে মনে হয় অন্তত অর্ধশতাধিক মানুষ ইতিমধ্যেই পরপারে পা বাড়িয়েছেন। জানিনা নির্বাচন শেষ হতে হতে আর ক’জন কে নিজের সবচেয়ে অমূল্য সম্পদ দান করতে হবে।

প্রাচীন ভারতের রাজনীতির জন কৈটিল্য বলেছিলেন, Everything is fair in politics. জানিনা কত জন জনপ্রতিনিধি কৈটিল্য কে চেনেন বা তাঁকে মনে রেখেছেন। কিন্তু তার বাণীকে অক্ষরে অক্ষরে মেনেছেন সবাই। একটি লেখায় পড়েছিলাম, ইতিহাসের সবচেয়ে বড় মূল্যায়ন হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়নি। কবে নেবে তাও অজানা।

সর্বশেষ আজ সকালে আখাউড়ায় নির্বাচনোত্তর সহিংসতায় অলেক মিয়া (৬০) নামে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছে। মৃত্যুর সময়েও তার সাদা পাঞ্জাবীতে লেগেছিল মুক্তিযোদ্ধার বেইজ। ঘটনার পর খুনীরা হাসপাতালেই তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এই নৃশংসতার শেষ কোথায় ?